লোকসংস্কৃতি

প্রধানত সংস্কৃতি এবং এই সংশ্লিষ্ট মানুষের উন্নয়নে কাজ করে ফার্স্ট পিপল ফাউন্ডেশন। 

বাংলাদেশের লোক-সংষ্কৃতির ইতিহাস অসামান্য সমৃদ্ধ। একসময় গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের মনের খোরাক এবং বুকভরে দম নেবার ও জীবনকে সহজ করে উপভোগ করবার অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল বাউল গান, পালাগান, জারিগান, সারিগান, শরিয়তি, মারেফতি, দেহতত্ত্ব, রাই-শ্যামধারা ইত্যাদি লোকসঙ্গীতের নানা ধারার গানের আসর।এই অপূর্ব সঙ্গীত সম্ভার ছিল আত্মার খোরাক, জাগতিক জীবনের নানাবিধ জটিলতার ভেতর কিছুসময়ের জন্য এক পরম শান্তিময় আনন্দ।  সময়ের বিবর্তনে আজ আমাদের আত্মার খোরাক জোগানো লোক-সংস্কৃতির ধারক-বাহক ও বাউলধারার শিল্পী ও কলাকুশলীদের চরম দুঃসময়। সামাজিক পরিবর্তন, ধর্মান্ধতার আগ্রাসন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব থেকে শুরু করে নানাবিধ কারণে বাউলদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। ফার্স্ট পিপল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বাউলদের অস্তিত্ব রক্ষায় ও তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করব। একটি তথ্যসমৃদ্ধ বাউল ডাটাবেজের মাধ্যমে পুরো দেশের আনাচে-কানাচে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাউলদের নিবন্ধনের মাধ্যমে এক ছাতার নীচে এনে তাদের জন্য সঙ্গীত সাধনা ও টেকসই জীবিকা নির্বাহের মাধ্যম তৈরি এবং তাদের সামাজিক ও ব্যাক্তিগত সুরক্ষার ব্যবস্থা করবো। যেন তাদের কোন সাম্প্রদায়িক ধর্মান্ধদের হুমকি বা কোন ধরনের আশংকা মাথায় নিয়ে গান গাইতে না হয়, যেন দুবেলা দুমুঠো খাবার কোথা থেকে আসবে সে চিন্তায় অহর্নিশ মুহ্যমান থেকে তাদের শিল্প সাধনা করতে না হয়। লোক-সংস্কৃতির এই ঐশ্বর্যময় ভান্ডার আর বাউলেরা বাঁচলে আমাদের আত্মা বাঁচবে। তাদের যেকোন মূল্যে সহজ স্বাভাবিক জীবনধারণের সুযোগ করে দেওয়া, তাদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের একান্ত জরুরি কর্তব্য, নিজেদের স্বার্থেই।    

লোকসংস্কৃতি সংরক্ষনে ফার্স্ট পিপল ফাউন্ডেশন যেসব মূল বিষয় নিয়ে কাজ করবে, সেগুলো হচ্ছেঃ  

লোকশিল্পীদের সমন্বিত তালিকা তৈরি 

বাস্তবায়ন করা গেলে এটি হবে বাউলদের রক্ষায় ও তাদের একটি সহজ স্বাভাবিক জীবনধারণের উপায় দেবার সবচেয়ে কার্যকরী পন্থা। কারণ এর আওতায় আমরা বাংলাদেশের নানাপ্রান্তে নানা জায়গায় ছড়িয়েছিটিয়ে থাকা, আলোচনা কিংবা ফোকাসের বাইরে থাকা অসংখ্য বিপন্ন বাউলসমাজকে মনিটরিং-এর আওতায় আনতে পারবো, সরাসরি সাক্ষাত করে তাদের খোজ নিতে পারব, তাদের সমস্যা-সংকট সম্পর্কে জানতে পারবো, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য থাকায় তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে পারব, তাদের একটা স্বাভাবিক দুশ্চিন্তামুক্ত জীবন নির্বাহে ঠিক যা যা প্রয়োজন, সেটার ব্যবস্থা করতে পারব প্রত্যেকের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করে। নিবন্ধিত থাকায় ভবিষ্যতে সাম্প্রদায়িক ধর্মান্ধতা ও সামাজিক যে কোন সমস্যা এবং সংকটে তাদের পাশে দাঁড়াতে পারবো জনসাধারণের সমর্থন নিয়ে।

লোকশিল্প তথ্যশালা তৈরি ( এ্যাপ/ওয়েবসাইট ভিত্তিক) 

লোকশিল্পী পরিচয় পত্র

বাস্তবায়ন করা গেলে এটি হবে বাউলদের রক্ষায় ও তাদের একটি সহজ স্বাভাবিক জীবনধারণের উপায় দেবার সবচেয়ে কার্যকরী পন্থা। কারণ এর আওতায় আমরা বাংলাদেশের নানাপ্রান্তে নানা জায়গায় ছড়িয়েছিটিয়ে থাকা, আলোচনা কিংবা ফোকাসের বাইরে থাকা অসংখ্য বিপন্ন বাউলসমাজকে মনিটরিং-এর আওতায় আনতে পারবো, সরাসরি সাক্ষাত করে তাদের খোজ নিতে পারব, তাদের সমস্যা-সংকট সম্পর্কে জানতে পারবো, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য থাকায় তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে পারব, তাদের একটা স্বাভাবিক দুশ্চিন্তামুক্ত জীবন নির্বাহে ঠিক যা যা প্রয়োজন, সেটার ব্যবস্থা করতে পারব প্রত্যেকের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করে। নিবন্ধিত থাকায় ভবিষ্যতে সাম্প্রদায়িক ধর্মান্ধতা ও সামাজিক যে কোন সমস্যা এবং সংকটে তাদের পাশে দাঁড়াতে পারবো জনসাধারণের সমর্থন নিয়ে।

লোকশিল্প তথ্যশালা তৈরি ( এ্যাপ/ওয়েবসাইট ভিত্তিক) 

লোকসংগীত উৎসব

নিয়মিত ও জেলাভিত্তিক লোকসংগীত উৎসবঃ

লোক-সংস্কৃতি ও এর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে এর অসামান্য আবেদন পৌছে দেবার জন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে নিয়মিত ও জেলাভিত্তিক লোক সঙ্গীত উৎসব আয়োজন করা। ধীরে ধীরে আয়োজনটি উপজেলা পর্যায়ে এবং আরো বিস্তৃতভাবে ইউনিয়ন পর্যায়েও হতে পারে। ফলে একদিকে অসাধারণ এক সাংষ্কৃতিক বিপ্লবের সূচনা হবে, অন্যদিকে লোকসংস্কৃতি ও লোকসঙ্গীতের ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে প্রচার-প্রসার ঘটাসহ বাউল ও কলাকুশলীদের জীবন-জীবিকা আরো উন্নত হবে।

লোকশিল্পী কর্মশালা

নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোক-আঙ্গিকগুলি তুলে ধরার উদ্দেশ্যে লোকসংস্কৃতির গবেষকদের সহায়তায় প্রতিটি জেলায় লোকশিল্পীদের নিয়ে কর্মশালা আয়োজন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। 

 

উপার্জনের ব্যবস্থা করা

নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোক-আঙ্গিকগুলি তুলে ধরার উদ্দেশ্যে লোকসংস্কৃতির গবেষকদের সহায়তায় প্রতিটি জেলায় লোকশিল্পীদের নিয়ে কর্মশালা আয়োজন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। 

লোকশিল্পী হিসাবে তালিকাভূক্তির জন্য অনলাইন নিবন্ধন

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

(*) চিহ্নিত তথ্য অবশ্যই পূরণ করতে হবে।

ফার্স্ট পিপল ফাউন্ডেশন  সারাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীদের সমন্বিত তালিকা প্রণয়ন করছে। আপনি নিজে লোকশিল্পী হলে কিংবা আপনার এলাকার পরিচিত লোকশিল্পী থাকলে তার  নাম তালিকাভুক্তির  জন্য স্বেচ্ছাসেবামূলক ভাবে পাশের নিবন্ধন স্মপন্ন করুন। অথবা আমাদের জানান। আমাদের স্বেচ্ছাসেবীগণ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। 

এছাড়াও লোকশিল্প এবং লোকশিল্পীদের সম্পর্কিত যেকোনো ঘটনা নিয়ে আমাদের জানাতে পারেন, লিখতে পারেন আমাদের ব্লগে। 

বাংলার বিপন্ন লোকশিল্প এবং লোকশিল্পীদের পাশে দাঁড়ান। আপনাকে ধন্যবাদ। 

আমাদের সাথে যোগাযোগ করতে নীচের যেকোন মাধ্যম ব্যবহার করুন। 

01556197524