ফার্স্ট পিপল ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক

জরুরি সহায়তা প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছাতে দেশব্যাপী মানুষ স্বেচ্ছাসেবামূলক কাজে  ফার্স্ট পিপল ফাউন্ডেশন কে সহযোগিতা করছে। আমাদের সাথে যোগ দিন এবং মানুষের জন্য এই দেশকে পরিবর্তন করতে সহায়তা করুন। 

ফার্স্ট পিপল ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী উদ্যোগ

মানুষের কল্যানে এফপিএফ এর এজেন্ডাগুলো সমর্থন করার জন্য দেশজুড়ে স্বেচ্ছাসেবীদের একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবক নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে । আপনি  স্বেচ্ছাসেবী ওয়েবপেইজটির মাধ্যমে নিবন্ধিত পারবেন।

একদল উদ্যমী এবং প্রগতিশীল তরুনদের নিয়ে  এফপিএফ  স্বেচ্ছাসেবী উদ্যোগের যাত্রা।  এফপিএফ  এর  স্বেচ্ছাসেবীরা সক্রিয় প্রচারকর্মী, তারা তাদের স্থানীয় সম্প্রদায়ের পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে সকলকে প্রভাবিত করে এমন বিষয়গুলো আলোচনা করে এবং সচেতনতা সৃষ্টি করে। জনসাধারণের সমর্থন তৈরিতে তারা এফপিএফকে সহায়তা করে । 

ফার্স্ট পিপল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কেন হবেন?

মানুষের  প্রয়োজন রয়েছে এমন যেকোনো জায়গায় এফপিএফ রয়েছে।  সংস্কৃতি সংশ্লিষ্ট  প্রতিটি মানুষের জন্য এই দেশকে একটি নিরাপদ স্থান হিসাবে তৈরি করাই এফপিএফের উদ্দেশ্য ।  দেশব্যাপী আমরা আমাদের সহযোগী প্রতিষ্ঠান এবং সমর্থকদের নিয়ে কাজ করছি এবং মানুষের উন্নত ভবিষ্যতের সুযোগ সৃষ্টিতে সহায়তা করছি।

বাংলাদেশের সংস্কৃতি সংশ্লিষ্ট  মানুষের  অধিকার নিয়ে প্রচারাভিযান চালানোর জন্য আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা। এফপিএফের সবচেয়ে উৎসাহী ও সক্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে দেশের সবচেয়ে অবহেলিত নাগরিকটির  জন্যও আপনি আপনার আওয়াজ তুলে পারেন। নিজ নিজ সামাজিক মিডিয়া প্রোফাইলে মানুষদের প্রভাবিত করে এমন সমস্যাগুলো আপনি উত্থাপন করতে পারেন। বাংলাদেশের সংস্কৃতি সংশ্লিষ্ট  মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আপনি নীতি-নির্ধারক ও স্থানীয় সরকারকে প্রভাবিত করতে পারেন। আপনিই পারেন তাদের বিপদ থেকে বাঁচাতে, তাদের জীবনের রূপান্তর ঘটাতে এবং আগামী দিনের জন্য নিরাপদ বিশ্ব তৈরিতে সহযোগিতা করতে। 

স্বেচ্ছাসেবকরা কীভাবে কাজ করে?

বাংলাদেশে আমরা সকল সংস্কৃতি সংশ্লিষ্ট  মানুষের সুন্দর ভবিষ্যত দেখতে চাই। স্থানীয় পর্যায়ের প্রচারাভিযান থেকে প্রায়শই ইতিবাচক পরিবর্তন আসে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই আপনি আপনার স্থানীয় জনগোষ্ঠির মধ্যে সক্রিয় হোন এবং  এফপিএফের প্রচারাভিযানে অংশ নিতে অন্যকে উৎসাহিত করুন। স্বেচ্ছাসেবক হিসেবে  আপনার বলিষ্ঠ ভূমিকা নীতি-নির্ধারকদের সংস্কৃতি সংশ্লিষ্ট  মানুষের অধিকার বাস্তনায়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করতে এবং তাদের পক্ষে রাজনৈতিক কোনো এজেন্ডা পরিবর্তন ও প্রভাবিত করতে সাহায্য করে।

আপনার সম্পর্কে

নতুন প্রচারণামূলক কার্যক্রমের সহ-নির্মাণ ও পরীক্ষার জন্য এফপিএফ সক্রিয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠন করে  ক্যাম্পেইনভিত্তিক ওয়ার্কিং গ্রুপ । এই গ্রুপের তরুণরা এফপিএফ  স্বেচ্ছাসেবক উদ্যোগের প্রথম সহযোগী হিসাবে প্রতিটি মানুষের জন্য উপযুক্ত একটি বিশ্ব তৈরিতে এফপিএফের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর হবে। 

আপনি কি ধরনের সহযোগিতা পাবেন?

  • এফপিএফের স্বেচ্ছাসেবক কার্যক্রম সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ।
  • এফপিএফ  পরিচালিত অনুষ্ঠান এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহনের আহ্বান, সভা এবং আঞ্চলিক প্রশিক্ষণে আমন্ত্রণ।
  • একজন দক্ষ প্রচারণাকারী হিসেবে নিজেকে তৈরী করতে এফপিএফ  ভলান্টিয়ার ইনিশিয়েটিভ সরবরাহকৃত অনলাইন শিক্ষা উপকরন এবং ক্যাম্পেইন কৌশল সম্পর্কে পেশাদারী প্রশিক্ষণের সুযোগ।
  • মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার এবং সহযোগী সংস্থাগুলোর গৃহিত পদক্ষেপ এবং কীভাবে এটি আমাদের সমাজকে প্রভাবিত করে, এগুলোর উন্নতিকল্পে আমাদের প্রত্যাশাগুলো সম্পর্কে জানা।
  • স্থানীয় সরকার এবং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন নীতি-নির্ধারণে প্রভাব বিস্তারে এফপিএফের ভলান্টিয়ার ইনিশিয়েটিভ টিমের পক্ষ থেকে সহযোগিতা এবং ব্রিফিং।
  • এফপিএফ  ভলান্টিয়ার ফেইসবুক গ্রুপের সদস্যপদ নেয়া এবং স্বেচ্ছাসেবক কার্যক্রমের হালনাগাদ করা এবং বিভিন্ন ক্যাম্পেইন ও ইভেন্ট সম্পর্কে জানা।

আপনার কাছে এফপিএফের প্রত্যাশা

  • স্বেচ্ছাসেবক হিসেবে আঞ্চলিক প্রশিক্ষণে যোগদান করা।
  • এফপিএফ  কর্মী ও অন্যান্য ওয়ার্কিং গ্রুপের সদস্যদের সাথে চেক-ইন কলে অংশ নেয়া এবং আঞ্চলিক সভাগুলিতে যোগদান করা।
  • অন্যান্য সমর্থকগোষ্ঠি এবং এফপিএফ এর কর্মীদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এবং নিয়মিত আপডেট পেতে ইন্টারনেটের সহজলভ্যতা থাকা।
  • আপনার নিজস্ব নেটওয়ার্কে এফপিএফ  ঘোষিত কোনো ক্যাম্পেইন বা প্রচারাভিযান পরিচালনা করা এবং সে সম্পর্কে নিয়মিত ফিডব্যাক দেয়া।
  • এফপিএফ  এর  সেইফগার্ডিং নীতি এবং এফপিএফ  স্বেচ্ছাসেবীর আচরণবিধি মেনে চলতে সম্মত হওয়া।
  • ‘এফপিএফ  স্বেচ্ছাসেবক’ ব্র্যান্ডকে যথাযথভাবে উপস্থাপন করা এবং কেবলমাত্র এফপিএফের নির্দেশিত মাধ্যমে এর ব্যবহার করা। 

দায়িত্ব বা কাজ

  • কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংসদ সদস্য এবং আইন প্রণেতাদের মানুষের অধিকার রক্ষায় প্রভাবিত করার জন্য এফপিএফ এর প্রচারণা কার্যক্রমে সহায়তা করা।
  • স্বেচ্ছাসেবক হিসেবে আপনার কাজগুলো এফপিএফ  এর  দেশীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিফলিত হবে। 
  • এফপিএফ  এর প্রচারণাকে সমর্থন দেয়া ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং বলা, লেখা এবং বিভিন্ন প্রচারাভিযান বা ক্যাম্পেইনের মাধ্যমে পরিবর্তনকে প্রভাবিত করতে সহায়তা করা।
  • আপনার এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং নীতি-নির্ধারকদের সাথে স্থানীয় পর্যায়ে সম্পক তৈরি করা।
  • স্থানীয় কমুইনিটি বা সম্প্রদায়ের নেটওয়ার্কগুলিতে এফপিএফ  এর প্রচার বার্তাগুলো পৌঁছানো এবং সমর্থন করার জন্য তাদের উৎসাহিত করা।
  • এফপিএফ -এর কর্মীদের নিকট নিয়মিত ভাবে এফপিএফ  স্বেচ্ছাসেবক হিসাবে আপনার কাজের প্রতিবেদন এবং প্রতিক্রিয়া জানানো।

এফপিএফ স্বেচ্ছাসেবক উদ্যোগে যোগদান করুন

এফপিএফ স্বেচ্ছাসেবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত তথ্য এবং ভাবমূর্তির অধিকার

কোনরকম ব্যবসায়ের প্রচার বা বিপণনের উদ্দেশ্যে কোনও তৃতীয় পক্ষের সাথে স্বেচ্ছাসেবীর তথ্য আদানপ্রদান করা বা ব্যবহার করা হবে না

আচরণ বিধি

এফপিএফ  স্বেচ্ছাসেবকদের জন্য